প্রকাশিত: ১৭/০৯/২০১৭ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:২৫ পিএম

নিউজ ডেস্ক :: কক্সবাজারে উখিয়ার কুতুপালং টিভি রিলে কেন্দ্রের পাশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে নিজ জনগোষ্ঠীর মানুষের গণপিটুনির শিকার হয়ে প্রাণ হারিয়েছেন এক রোহিঙ্গা তরুণ। শনিবার রাতে আশ্রয়প্রার্থী তরুণকে ছেলেধরা সন্দেহে বেদম মারধর করে উত্তেজিত জনতা। পরে তার মৃত্যু হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। যুক্তরাজ্য ভিত্তিক ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনেও উঠে এসেছে সেই হত্যাকাণ্ডের কথা। প্রকাশিত হয়েছে, গণপিটুনির সময়কার কয়েকটি ছবি।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন তরুণসহ ২০ জনেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ সন্দেহভাজন ওই ছেলেধরার ওপর আক্রমণ চালায় এবং তাকে পেটাতে শুরু করে।
রোহিঙ্গা তরুণ-২ছবিতে দেখা যায় পিটুনির এক পর্যায়ে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে লাথি মারতে থাকে উত্তেজিত জনতা। প্রাণভিক্ষা চাইলে ওই সন্দেহভাজন ছেলেধরাকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। দ্য সান জানায়, শেষ ছবিতে দেখা গেছে ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে আছে এবং লোকজন তা ঘিরে দাঁড়িয়ে আছে।

সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে সেনা অভিযান শুরুর কয়েকদিনের মাথায় ‘বিদ্রোহী রোহিঙ্গা’রা ২৪টি পুলিশ চেকপোস্টে বিদ্রোহীদের সমন্বিত হামলায় অন্তত ১০৪ জন নিহত হওয়ার কথা জানিয়ে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার করে সরকার। তখন থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে তৈরি হয়েছে মানবেতর পরিস্থিতি।

স্থানীয়দের বক্তব্যকে উদ্ধৃত করে কক্সবাজার প্রতিনিধি-১৭ সেপ্টেম্বর জানান, নিহত তরুণের নাম মো. রফিক। তিনি মিয়ানমারের বুচিডং আউফ্যা ল্যাং থানার হান্ডিখোলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। আসলে তিনি একজন সর্বস্ব হারানো ও ভারসাম্যহীন রোহিঙ্গা তরুণ। কিন্তু তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয় রোহিঙ্গারা। পরে তিনি প্রাণ হারান।

উল্লেখ্য, ত্রাণকর্মীদেরকে উদ্ধৃত করে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ শনিবারের এক প্রতিবেদনে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে মানবিক বিপর্যয়ের কথা জানিয়েছে। তারা জানায়, বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের জন্য হাত পা ছড়িয়ে বেঁচে থাকার মতো অপ্রতুল স্থান আর জীবনের মৌলিক মৌলিক প্রয়োজন মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মানবিক সহায়তা দানকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর। শিবিরগুলোতে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সহায়তাকে ‘শোচনীয়ভাবে অপর্যাপ্ত’ আখ্যা দিয়েছেন ত্রাণকর্মীরা। আরও বেশি করে সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণ বিতরণের ক্ষেত্রে মাঠ পর্যায়েও সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। তাছাড়া, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে পাচারের ভীতিও আছে।

পাঠকের মতামত

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...

জামিন বাতিল, মহেশখালীর তোফায়েল হত্যা মামলায় ৭ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনা গ্রামের বাসিন্দা জুলাই অভ্যুথানে নিহত শহীদ তানভীর ছিদ্দিকীর ...

ফেসবুক পোস্ট দিয়ে ছাত্রশক্তি নেত্রীর পদত্যাগ‘জুলাইয়ে থানার বাইক চোরের কাছে অনেক সময় হেরে যাই’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলা শাখার সদ্য ঘোষিত নতুন কমিটি’র ...