মৎস্য খাতের অগ্রযাত্রায় নেদারল্যান্ডস-বাংলাদেশের যৌথ উদ্যোগ
মৎস্য খাতের টেকসই উন্নয়নে বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস সরকার। বিশেষত কৃষি ও জলজ ...
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণাথী শিবির রোহিঙ্গা বস্তী পর্রিদশন করেন নেদার ল্যান্ড রাষ্ট্রদূত লিওনি। বুধ বার দুপুর ২টায় নেদারল্যান্ড রাষ্ট্রদূত বেশ কিছু বস্তির ঘুরে দেখেন। এ্ সময় মিয়ানমার থেকে পালিয়ে আসা নিযাতিত কয়েকজন নারী –পুরুষের সাথে কথা বলেন। এরপর বালুখালী টালে পর্রিদশনে যান। ৩০ মিনিট পর কক্সবাজার উদ্দেশে ত্যাগ করেন।
পাঠকের মতামত