কক্সবাজারে সাগরে এবার প্রাণ হারালো স্কুলশিক্ষার্থী
কক্সবাজার সমুদ্র সৈকতে এবার গোসলে নেমে প্রাণ হারিয়েছে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী রাইয়ান নূর আবু ...
নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদি। বৃহস্পতিবার সকালে তিনি এ ভবনের উদ্বোধন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুল হক খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এমপি বদি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। শিক্ষার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে। জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে বই, উপবৃত্তি সহ নানা উদ্যোগের ফলে পিছিয়ে পড়া উখিয়া শিক্ষায় অনেক এগিয়ে গেছে।
তিনি এসময় বিদ্যালয়ের জন্য আরেকটি দ্বিতল ভবন, তোরন নির্মানের প্রতিশ্রুতি দেন।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য বখতিয়ার আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান, স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুল হোসেন প্রমূখ।
পাঠকের মতামত