প্রকাশিত: ০১/০৯/২০১৭ ৪:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:১৫ পিএম

নিউজ ডেস্ক :; পৃথিবীর বৃহত্তর সুমদ্র সৈকত কক্সবাজারে নারী পর্যটকদের নিরাপত্তা দিতে বিশেষ পুলিশ বাহিনী গঠন করা হয়েছে। ‘এন্টি ইভটিজিং টিম’ নামে বিশেষ টিমটি নারী পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি রোধে কাজ করছে।

সৈকতে অনুমতি ছাড়া কোনো নারীর ছবি তোলা বা ভিডিও ধারণ কিংবা উত্ত্যক্ত করলে জেল-জরিমানার বিধান রয়েছে। ঈদের ছুটিসব সব সময় নারীদের নিরাপত্তা দিতে এই ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জানা যায়, শুধু নারী সদস্যদের সমন্বয়ে গড়া ওই টিমে প্রাথমিকভাবে কাজ করছেন ১০ জন নারী ট্যুরিস্ট পুলিশ।
পর্যটন স্পটগুলোকে নারীবান্ধব করতেই এই উদ্যোগ। নিয়মিত টহল টিমের পাশাপাশি নারী ট্যুরিস্ট পুলিশ টহল দেবে পুরো সমুদ্র সৈকত।

সৈকতে কোনো নারী পর্যটক ইভটিজিংয়ের শিকার হলে বা বিনা অনুমতিতে কেউ তাঁর ছবি তুললে, ভিডিও ধারণ বা হয়রানি করলে এন্টি ইভটিজিং টিমকে জানালেই ছুটে যাবেন তারা।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানিয়েছে, সম্প্রতি কার্যক্রম শুরু করা এন্টি ইভটিজিং টিমের সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকির দায়িত্বে রয়েছেন সিনিয়র এএসপি রায়হান কাজেমী। চাইলে হয়রানির শিকার নারী পর্যটকরা নারীরা রায়হান কাজেমীকে মোবাইল ফোনে (০১৭৬৯৬৯০৭৩৪) যোগাযোগ করে নিজের সমস্যার কথা জানাতে পারবেন।

সৈকতের লাবনী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, শৈবাল পয়েন্ট, ডায়াবেটিক পয়েন্ট বা দরিয়ানগর সবখানেই উত্ত্যক্ত বা হয়রানির শিকার নারী পর্যটকদের সহায়তা দিতে প্রস্তুত থাকবে এন্টি ইভটিজিং টিম।

এ বিষয়ে রাহয়ান কাজেমী বলেন, ‘আমাদের আওতাধীন সব পর্যটন স্পটে ইভটিজিংকে শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এখানকার পর্যটন স্পটগুলো হবে শতভাগ নারীবান্ধব।

পাঠকের মতামত

কক্সবাজারে ব্র্যাক আয়োজিত ’ক্যারিয়ার হাব’ অনুষ্ঠান

প্রতিযোগিতামূলক চাকরির বাজারে যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের প্রতিযোগিতামূলক চাকরির ...

রোহিঙ্গা শিবিরে ব্যবহারের জন্য ইউএনএইচসিআরের ৪৬ গাড়ির জটিলতা দ্রুত মিটবে

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের নিয়ে আসা ৪৬ গাড়ির শুল্ক ফাঁকির অভিযোগকে কেন্দ্র করে বিগত সরকারের ...

বিশেষ ব্যবস্থায় সেন্টমার্টিন গেল পণ্যবাহী ৭ ট্রলার

মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিনে দ্বীপে সাতটি পণ্যবাহী ট্রলার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ...

যে কারণে উখিয়ার মাহফিলে এলেন না এনায়েতুল্লাহ আব্বাসী

কথা ছিলো, মেঘনা এভিয়েশনের বিলাসবহুল হেলিকপ্টারে চড়ে মাহফিলে আসবেন ড.এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ...

কারিতাস বাংলাদেশে চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি টেকনিকাল স্পেশালিস্ট পদে লোকবল নিয়োগের ...

কক্সবাজারে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বক্তারা কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

নারী সহায়ক কর্মপরিবেশ তৈরি করে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি বৈষম্যহীন ...