প্রকাশিত: ২৯/০৪/২০১৮ ৯:৩৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৯ এএম

শাহেদ মিজান :
নিজের বাচ্চাকে জবাই করতে গিয়েছিল জন্মধাত্রী মা! শনিবার রাত ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এই নির্মম ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে ট্যুরিস্ট পুলিশের বদান্যতায় বেঁচে গেলো নিষ্পাপ শিশুটি। ট্যুরিস্ট পুলিশের একটি দল মায়ের দা’য়ের নিচ থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনায় মাকে আটক করা হয় এবং একটি দা’ও উদ্ধার করা হয়।

আটক নারীর নাম জান্নাতুল ফেরদৌসী। তার বাড়ি কক্সবাজার শহরের পশ্চিম টেক পাড়ায়। তবে পুলিশ নিশ্চিত হয়েছেন ওই নারী মানসিক ভারসাম্যহীন।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, একটি শিশু বাচ্চাকে নিয়ে ওই নারীর আচরণ সন্দেহজনক হলে বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে আসে। খবর পেয়ে রায়হান কাজেমী ঘটনাস্থলে যান। তার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে ওই নারী শিশুটিকে জবাই করার জন্য প্রস্তুত হচ্ছিল। সাথে সাথে তার কাছ থেকে শিশুটিকে কেড়ে নেয়া হয় এবং একটি ধারালো বড় দা উদ্ধার করা হয়।

রায়হান কাজেমী বলেন, মহিলাটি মানসিক ভারসাম্যহীন ছিলো। শিশুটিকে উদ্ধার করে মহিলার হাত ব্যাগ তল্লাশি করে ব্যাগে দু’টি জবাই করা মুরগী পাওয়া যায়। পরে শিশুটি পিতার কাছে হস্তান্তর করে ওই নারীকে থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...