প্রকাশিত: ০৬/০৬/২০২২ ৯:৫৫ এএম

কক্সবাজার জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে প্রথমবারের মত স্থাপন করা হয়েছে অত্যাধুনিক লেজার সার্জারি মেশিন। এই মেশিনের মাধ্যমে হেমোরয়েড বা পাইলস্, এনাল ফিসার, সাইনাস, ফিস্টুলাসহ অন্যান্য জটিল অপারেশন করা যাবে। সপ্তাহে দুই দিন অপারেশন করা হবে এই মেশিনের মাধ্যমে।

গত ২৩ মে ওই লেজার সার্জারি মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মোমিনুর রহমান।
মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতেই এ উদ্যোগ বলে জানিয়েছেন ডাঃ মোঃ মোমিনুর রহমান। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি ও উৎকর্ষতা সাধণের লক্ষ্যে প্রতিনিয়ত যুযোপযোগী আধুনিক চিকিৎসা সেবার উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগত রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এর ধারাবাহিকতায় সম্প্রতি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে প্রথমবারের মত স্থাপন করা হয়েছে অত্যাধুনিক লেজার সার্জারি।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...