প্রকাশিত: ০৩/০৪/২০১৮ ৭:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৯ এএম

নিউজ ডেস্ক::

কক্সবাজার শহরের হলিডে মোড়স্থ এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে ১৫ হাজার ইয়াবা ভর্তি একটি পার্শ্বেল উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

২ এপ্রিল সোমবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৪৫ লক্ষ টাকার ১৫ হাজার ইয়াবা ভর্তি একটি পার্শ্বেল উদ্ধার করে। পাচারকারীরা কৌশলে এই ইয়াবা এস এ পরিবহনের পার্শ্বেলে পাচার করছিল।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মো. খালেদ জানান, কক্সবাজার এস এ পরিবহনের ম্যানেজারের দেয়া  সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  ৫টি প্যাকেটের একটি পার্শ্বেল উদ্ধার করা হয়। এসব প্যাকেট তল্লাশি করে পাওয়া যায় ১৫ হাজার ইয়াবা।

এসব ইয়াবার প্যাকেটের প্রাপকের ঠিকানা লেখা হয়, ঢাকার কাকরাইলের আগুরা সুপার শপিং, মোবাইল নং ০১৭৪৬৯০৩০৩৭। অপরদিকে কক্সবাজার থেকে প্রেরক শাহ আমানত মোবাইল নং ০১৭০৬৬৫২৩১৩ লেখা হয়।

কক্সবাজার এস এ পরিবহন সূত্রে জানা গেছে, প্রায়শ এরকম পার্শ্বেলে করে ইয়াবার চালান পাচারে বুকিং দিতে কাউন্টারে যায় পাচারকারীরা। এরকম সন্দেহ হলেই পুলিশে খবর দেওয়া হয়।

এ পর্যন্ত কমপক্ষে ২৫/৩০ জন পাচারকারীকে বিপুল পরিমাণের ইয়াবাসহ পুলিশে ধরিয়ে দেওয়া হয় বলে জানানো হয়। সুত্র; কক্সবাংলা

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী জেনি চ্যাপম্যান

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ...

১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজার জেলাজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ ...

রোহিঙ্গা স্থানান্তর বন্ধ, ভাসানচর প্রকল্প ছিল ‘ভুল সিদ্ধান্ত’

কক্সবাজারের ঘনবসতিপূর্ণ ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গাদের একাংশ সরিয়ে বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে নেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ...