প্রকাশিত: ১৭/১০/২০১৯ ৮:৪৭ পিএম

যশোরের আলোচিত ‘ইয়াবাকন্যা’ রেহেনা ওরফে লিপি মোটরসাইকেলে শহরময় দাপিয়ে বেড়াতেন। তার মোটরসাইকেলের সামনে লেখা থাকত ‘প্রেস’। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতেন লিপি। কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার চালান এনে যশোরে বিক্রি করতেন তিনি।

বুধবার বিকেলে যশোর জিলা স্কুলের সামনে লিপি ও তার সঙ্গীরা অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দু’টি ওয়াকিটকি সেট ও প্রচুর ছবি উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার এসব তথ্য জানান।

তিনি বলেন, আটক সোহেল জিজ্ঞাসাবাদে তাদের কাছে থাকা ওয়াকিটকি দু’টি ‘সাংবাদিক রেহেনা’ ওরফে লিপির কাছ থেকে পেয়েছেন বলে জানান। জিজ্ঞাসাবাদে সোহেল আরও জানান, রেহেনা (লিপি) যশোর প্রেস ক্লাবের সদস্য। কিন্তু রেহেনা বা লিপি নামে যশোর প্রেস ক্লাবের কোনো সদস্য নেই বলে জানতে পারে পুলিশ। সোহেল উল্টাপাল্টা তথ্য দিতে থাকলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রেহেনা ওরফে লিপিকে আটক করা হয়।

সমীর কুমার সরকার জানান, বৃহস্পতিবার দুপুরে লিপিকে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত এ ব্যাপারে শুনানি করলেও এখনও কোনো আদেশ দেননি।

লিপি চৌগাছার নারায়নপুর গ্রামের মিঠুর স্ত্রী এবং মাশিলা গ্রামের হানিফের মেয়ে। যশোর শহরের রেলগেট এলাকায় থাকেন তিনি। লিপি ছাড়াও আটক অন্যরা হলেন- শহরের চাঁচড়া রায়পাড়া বিল্লাল মসজিদের পাশের বাবুলের মেয়ে প্রিয়া, শংকরপুর সরকারি মুরগির খামার এলাকার লিটনের ছেলে সোহেল, রেলস্টেশন এলাকার টুকুর ছেলে বাবু এবং আশ্রম রোডের সাহেব বাবুর বাড়ির সামনের সুরুজ মিয়ার ছেলে ওহিদুল।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সমীর কুমার সরকার জানান, রেহেনার কাছে থেকে যশোর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক স্মৃতি’ নামের একটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। ওয়াকিটকি সেট দু’টি তিনি একটি অনলাইন থেকে কিনেছে বলেও প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছেন।

এছাড়া বছর খানেক আগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার একজন ভাইস চেয়ারম্যানের সঙ্গে লিপিকে আটক করেছিল পুলিশ। এছাড়া কয়েক মাস আগে যশোর শহরের দড়াটানা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। সুত্র : সমকাল

পাঠকের মতামত

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলছে তিন চাকার যান

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে চলছে নিষিদ্ধ যানবাহন। যার ফলে ছোট–বড় দুর্ঘটনা বাড়ার ...

কক্সবাজারে নৌবাহিনীর সৈনিক পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় নৌবাহিনীর সদস্য (সৈনিক) পরিচয়ে প্রতারণার দায়ে নারীসহ দুই প্রতারককে (স্বামী-স্ত্রী) গ্রেপ্তার করেছে পুলিশ। ...

রোহিঙ্গা প্রত্যাবাসন : প্রস্তুত ট্রানজিট সেন্টার, হবে তালিকা হালনাগাদ

নিজদেশ মিয়ানমারে ফিরে যেতে রাজি রোহিঙ্গাদের তালিকা হালনাগাদ করতে যাচ্ছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। ...

আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা ...