প্রকাশিত: ৩১/০৫/২০২২ ৮:১৭ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলার হজ্বযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দান আগামী বৃহস্পতিবার ২ মে থেকে শুরু হবে। কক্সবাজার সিভিল সার্জন অফিসে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে হজ্বযাত্রীদের এই স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলবে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোহাম্মদ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য পরীক্ষা করতে হজ্জ্বযাত্রীদের যেসব কাগজপত্র নিয়ে সিভিল সার্জন অফিসে যেতে হবে, সেগুলো হচ্ছে-(1) Urine R/M/E (2) Blood Grouping (3) RBS (4) ECG (5) X-ray Chest (6) হজ্বযাত্রীদের ট্র্যাকিং নম্বর সম্বলিত হেলথ ফরম এবং (7) পাসপোর্টর কপি।

এসব ডকুমেন্ট যেকোন সরকারি হাসপাতাল বা সরকার অনুমোদিত ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করা রিপোর্ট হতে হবে। এ বিষয় প্রয়োজনীয় আরো তথ্য জানতে কক্সবাজার সিভিল সার্জন অফিসের ০১৮২৬৬৫৫২৫৫, ০১৮১৬২৪৪৩৮৫ এবং ০১৭১১৪৪৮১৫৮ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করতে বলা হয়েছে

পাঠকের মতামত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে জহির সভাপতি ও রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির লি.–এর নির্বাচন উৎসবের আমেজে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ...

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...