প্রকাশিত: ০৮/০১/২০১৮ ৫:৪০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১৯ এএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারের বাঁকখালী নদীতে স্পিডবোটডুবির ঘটনায় ছয় ভারতীয় নারী আহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- কলকাতার চেতলা এলাকার ভাস্কর পাণ্ডের স্ত্রী নন্দীনি পাণ্ডে (৫৮), পারাসাদ এলাকার স্বপন মল্লিকের স্ত্রী প্রতীকা মল্লিক(৫৫) ও একই এলাকার অমিতাভ বসুর স্ত্রী মনজুল ঘোষ(২৮)।

কক্সবাজার সদর থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া জানান, স্পিডবোটটি ১০ ভারতীয় নাগরিক নিয়ে কক্সবাজারের ৬নং জেটিঘাট থেকে মহেশখালীর আদিনাথ মন্দিরে যাচ্ছিল। এ সময় বাঁকখালীর মোহনায় পৌঁছালে স্পিডবোটটি উল্টে গিয়ে ১০ যাত্রীই নদীতে পড়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের আহতাবস্থায় উদ্ধার করা হয়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার মডেল থানার এসআই সণজিৎ কুমার নাথ বলেন, প্রবল ঢেউয়ের তোড়ে স্পিডবোটটি উল্টে গেলে সবাই নদীতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ভারতীয় নাগরিকদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

স্পিডবোটে থাকা সবাই ভারতীয় নাগরিক। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তিনজন হাসপাতালে ভর্তি আছেন।

পাঠকের মতামত

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নিন্দা ও প্রতিবাদ

গাজীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার ...

উখিয়া বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি উখিয়া উপজেলা শাখার সাবেক যুব বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সিকদার এর আবেদন ...

নাইক্ষ্যংছড়িতে নতুন সদস্য ও নবায়ন কর্মসূচীতে জাবেদ রেজাবিএনপি পরিচয়ে চাঁদাবাজ ও টেন্ডারবাজির স্থান নাই

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের ...