ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ৯:৫৩ এএম , আপডেট: ১৯/০৫/২০২৪ ১১:৫৭ এএম

সালিশে গৃহবধূকে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় সালিশ বৈঠকে স্বামীকে বেঁধে স্ত্রীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার স্বামী-স্ত্রী হলেন, কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার মুস্তাফিজুর রহমান ও ইয়াসমিন আক্তার।
নির্যাতনের শিকার নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের কাছে অভিযোগ করেন। প্রতিপক্ষ কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের ব্যবসায়িক পার্টনার হাওয়ায় বিচার করার নামে সময়ক্ষেপণ করে হয়রানি করা হয়। পরে পুলিশের সহায়তার কথা জানালে কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার ক্ষিপ্ত হয়ে শনিবার (১৮ মে) সালিশের তারিখ দেন। সেখানে স্বামী-স্ত্রী দুই জনকে পরিকল্পিতভাবে মারধর করা হয়।

ওই নারী বলেন, আজ আমরা সালিশি বৈঠকে যাই। শুরু থেকেই বৈঠকে আমাদের কথা বলতে দিচ্ছিল না কাউন্সিলর। বৈঠকের একপর্যায়ে আমি এ বিচার মানব না বললে টেবিলে থাকা গ্লাস আমার দিকে ছুড়ে মারেন। এটি নিয়ে আমার স্বামী প্রতিবাদ করলে কাউন্সিলরের কয়েকজন লোক আমার স্বামীকে বেঁধে মারধর করে। আমার স্বামীকে বাঁচাতে আমি এগিয়ে গেলে প্রথমে আমাকে থাপ্পড় মারে। পরে একপর্যায়ে পেটে লাথি দেয়। কয়েকমাস আগে আমার অপারেশন হয়েছে। আমার আর্তচিৎকারেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। সঙ্গে শ্লীলতাহানিও করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। তারা অভিযোগ বা এজাহার দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চেয়ে অভিযুক্ত কাউন্সিল সাহাব উদ্দিন সিকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে কল কেটে দেন। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

কক্সবাজার-৪ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ...

কক্সবাজারের ৪ আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ, জামায়াত প্রার্থীসহ ৫ জনের বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের দুইটি আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন ১০ প্রার্থী, বাতিল ...

পরিবারকে সান্ত্বনা ও কবর জিয়ারতস্ত্রী ও সন্তান হারানো সাংবাদিক আনছার হোসেনের বাড়িতে সালাহউদ্দিন আহমদ

মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও এক পুত্রকে হারিয়ে শোকে বিধ্বস্ত দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ ...

রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর স্থানীয়  যুবক  নিখোঁজ, জঙ্গলে উদ্ধার মরদেহ

কক্সবাজারের উখিয়া উপজেলায় ব্যবসায়িক কাজে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পর নিখোঁজ হওয়া এক ব্যবসায়ীর মরদেহ তিন ...