ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ৯:৫৩ এএম , আপডেট: ১৯/০৫/২০২৪ ১১:৫৭ এএম

সালিশে গৃহবধূকে নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় সালিশ বৈঠকে স্বামীকে বেঁধে স্ত্রীকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৮ মে) বিকেল ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার স্বামী-স্ত্রী হলেন, কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প এলাকার মুস্তাফিজুর রহমান ও ইয়াসমিন আক্তার।
নির্যাতনের শিকার নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তার একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের কাছে অভিযোগ করেন। প্রতিপক্ষ কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের ব্যবসায়িক পার্টনার হাওয়ায় বিচার করার নামে সময়ক্ষেপণ করে হয়রানি করা হয়। পরে পুলিশের সহায়তার কথা জানালে কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার ক্ষিপ্ত হয়ে শনিবার (১৮ মে) সালিশের তারিখ দেন। সেখানে স্বামী-স্ত্রী দুই জনকে পরিকল্পিতভাবে মারধর করা হয়।

ওই নারী বলেন, আজ আমরা সালিশি বৈঠকে যাই। শুরু থেকেই বৈঠকে আমাদের কথা বলতে দিচ্ছিল না কাউন্সিলর। বৈঠকের একপর্যায়ে আমি এ বিচার মানব না বললে টেবিলে থাকা গ্লাস আমার দিকে ছুড়ে মারেন। এটি নিয়ে আমার স্বামী প্রতিবাদ করলে কাউন্সিলরের কয়েকজন লোক আমার স্বামীকে বেঁধে মারধর করে। আমার স্বামীকে বাঁচাতে আমি এগিয়ে গেলে প্রথমে আমাকে থাপ্পড় মারে। পরে একপর্যায়ে পেটে লাথি দেয়। কয়েকমাস আগে আমার অপারেশন হয়েছে। আমার আর্তচিৎকারেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি। সঙ্গে শ্লীলতাহানিও করেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। তারা অভিযোগ বা এজাহার দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চেয়ে অভিযুক্ত কাউন্সিল সাহাব উদ্দিন সিকদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দিয়ে কল কেটে দেন। সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

মিয়ানমারে গোলাবর্ষণের বিকট শব্দ, উখিয়া-টেকনাফ সীমান্তে রাতভর আতঙ্ক

মিয়ানমার থেকে আসা গোলাবর্ষণের বিকট শব্দ শুনতে পেয়েছেন উখিয়া-টেকনাফ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। শনিবার (২৭ ডিসেম্বর) ...

ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ

কক্সবাজারে পর্যটকবাহী জাহাজ ‘আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ...

অল্পের জন্য বেঁচে গেলেন সেন্টমার্টিনগামী ১৯৪ পর্যটক

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী জাহাজ ‘দি আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকান্ডের ঘটনায় একজন নিহত হয়েছে, ...

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী একটি যাত্রীবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ...

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০ টার দিকে ...