ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৬/২০২৫ ৯:১০ এএম

কক্সবাজারে সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটক রাজিবের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৮ জুন) রাত ১১টা ৫৮ মিনিটে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সাগরে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে পাঁচ বন্ধু সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। তারা জোয়ারের পানির কারণে সৃষ্ট ক্যানেলে গিয়ে গোসল করেন। এ সময় ঢেউ ও স্রোতের টানে রাজিব তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাওয়া যায়নি

পাঠকের মতামত

পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল উখিয়ার মেহরাব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ...