প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...
নিউজ ডেস্ক::
বঙ্গোপসাগরের কক্সবাজার সমুদ্র উপকূলে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে গভীর জলসীমা থেকে এ লাশ দু’টি উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত ৩টার দিকে মাছ ধরার ট্রলার নিয়ে ওই দুই লাশ উদ্ধার করা হলেও সোমবার রাতে তা প্রকাশ করে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টায় কক্সবাজার সদর থানার ওসি (অপারেশন) মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, লাশ দু’টি লবণাক্ত পানিতে পচে যাওয়ায় শরীর থেকে মাংস খসে পড়েছে। ধারণা করা হচ্ছে সম্প্রতি উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘মোরা’র কবলে পড়ে তারা প্রাণ হারিয়েছেন।
–
পাঠকের মতামত