প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...
উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার শহরের অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-৭। সোমবার গভীর রাতে শহরের ঝাউতলা গাড়ীর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ধারালো ছুরি, দুইটি মোবাইল ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলো, ঝাউতলার নুরুল ইসলামের ছেলে মো. সোহেল (২০), নতুন বাহারছড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. হাসান (২১) ও ঝাউতলার আবুল কালামের ছেলে মোহাম্মদ ফুতু (১৯)।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বিবার্তাকে জানান, তথ্যের ভিত্তিতে তাদের অভিযান চালিয়ে হাতেনাতে আটক করা হয়। তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত