উখিয়ায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
উখিয়া উপকেন্দ্র (উখিয়া–১, ২৫ এমভিএ)–এর বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টা ...

কক্সবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল। তিনি সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ শুক্কুরের ছেলে।
শুক্রবার বিকেলে কক্সবাজার শহরের বাংলাবাজার এলাকার দরগাহ পাড়ার ভাঙা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই জানান, চকরিয়াগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মোহাম্মদ সোহেল গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত