সেই নাজিম উদ্দিনকে ইউএনও হিসেবে পদায়নের পরেরদিন প্রত্যাহার
কুড়িগ্রামে সাংবাদিককে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে গিয়ে নির্যাতনকারী কুড়িগ্রাম জেলা প্রশাসনের তৎকালীন রেভিনিউ ...
কক্সবাজার শহরে বৌদ্ধ মন্দিরে নিয়ন্ত্রন নিয়ে ওপেল অং রাখাইন নামের বৌদ্ধ ভান্তেকে কুপিয়েছে ময় আং রাখাইন নামের অপর বৌদ্ধ ভান্তে। বুধবার সকালে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের কেন্দ্রী বৌদ্ধ মন্দিরের ভেতরে এই ঘটনা ঘটে। ওপেল অং ভান্তেকে কুপিয়ে আহত করার পর হামলাকারী ভান্তে পালিয়ে গেছে। আহত ভান্তে ওপেল অংকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংখাজনক।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, নিজের মধ্যে মন্দিরের কতৃত্ব নিয়ে এক বৌদ্ধ ভান্তে অপর ভান্তেকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছে। পলাতক বৌদ্ধ ভান্তে ময় অং রাখাইনকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
পাঠকের মতামত