ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ১২:২৩ পিএম

কক্সবাজারের ঈদগাঁওতে বন্যহাতির আক্রমণে আনোয়ারা বেগম (৫২) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী চাকার দোকান গ্রামের বাসিন্দা।

গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও উপজেলার নাপিতখালী বিটের মোজাহেরঘোনা এলাকায় জমি থেকে কাজ শেষে ফেরার পথে বন্যহাতির আক্রমণের শিকার হন আনোয়ারা বেগম।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৬ মার্চ) ভোরে তিনি মারা যান। এ ঘটনায় তার সঙ্গে থাকা রুপবান নামের এক নারী প্রাণে রক্ষা পান।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নুরুল হুদা নকশা বলেন, “আনোয়ারা বেগম বর্গা জমিতে কাজ করতেন। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্যহাতির হামলায় গুরুতর আহত হন। দীর্ঘ চিকিৎসার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।”

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, “এটি দুঃখজনক ঘটনা। ভুক্তভোগীর পরিবারকে লিখিত আবেদন করতে বলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বন বিভাগকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে

পাঠকের মতামত

মিয়ানমারে পাচারকালে বিপুল খাদ্যসামগ্রী জব্দ, আটক ১০

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ এলাকায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রীসহ ১০ পাচারকারীকে আটক ...

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠানে কথা-কাটাকাটি, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের টেকনাফে বিয়ের অনুষ্ঠানে বাগবিতণ্ডার পরে ছুরিকাঘাতে ইমদাদ হোসেন (৪৭) নামের এক বিএনপির নেতাকে হত্যার ...