প্রকাশিত: ০৮/১১/২০১৭ ৫:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৬ এএম

আতিকুর রহমান মানিক:
কক্সবাজার শহরের পানবাজার ও হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিকে যৌথ অভিযান পরিচালতি হয়েছে।
অভিযানে বিভিন্ন দোকানকে ৩ লাখ ৩০ হাজার টাকা জমিরানা এবং ৬ জন ভুঁয়া ডাক্তার ও ডেন্টিস্টকে আটক করা হয়েছে।
পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম।
জেলা প্রশাসন, র‌্যাব ও ওষুধ প্রশাসনের এ অভিযান বুধবার দুপুর থেকে শুরু হয়। বিকাল ৫টার দিকে অভিযানের সমাপ্তি হয়।
অভিযানকালে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ রুহুল আমিন, সহকারী সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...