ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৭/২০২৫ ৭:০৭ এএম

কয়েক দিন ধরে ঝুম বৃষ্টি হচ্ছে। অতি বৃষ্টির কারণে কক্সবাজার জেলায় পাহাড় ধসের শঙ্কা বাড়ছে। তবুও নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন না অনেকেই। কক্সবাজারের টেকনাফ পৌরসভার পুরাতন পল্লানপাড়া গ্রামে পাহাড়ের পাদদেশ ঝুঁকি নিয়ে হাজারও মানুষকে বসবাস করতে দেখা গেছে। টানা বৃষ্টির পরও তারা সেখান থেকে নিরাপদ আশ্রয়ে না যাওয়া বিপাকে পড়েছে প্রশাসন।

পুরাতন পল্লানপাড়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী আবদুল্লাহ বলেন, ‘বৃষ্টি আসলে ভয়ভীতির মধ্য থাকতে হয়। তবে চলে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন মাইকিং করছে। কিন্তু আমাদের ঘরে ছাগল-হাস-মুরগি রয়েছে, সেগুলো নিয়ে চিন্তিত। তাই এখনও বাড়ি ছেড়ে যাইনি। যেভাবে বৃষ্টি হচ্ছে মনে এখানে থাকা আর সম্ভব হবে না।’

আবু ছৈয়দ বলেন, ‘প্রতিবছর বর্ষায় যাওয়া-আসা খুব কষ্ট। সরকারের পক্ষে থেকে যদি নিরাপদ একটা আশ্রয় দেয় তখন আর পাহাড়ে কেউ থাকবে না।’

জুহুরা বেগম বলেন, ‘পাহাড় ধসে বাড়িঘর ভেঙে গেছে। পরিবারের সাত সদস্য রয়েছে। গতকাল আশ্রয় কেন্দ্রে চলে এসেছি। বৃষ্টি কমলে এখান থেকে কোথায় ফিরব জানি না।’

টেকনাফ পুরাতন পল্লান পাড়ার সিপিপি লিডার কুলসুমা আক্তার বলেন, ‘কয়েকদিন ধরে আমাদের সিপিপির টিম পাহাড়ে অবস্থানরত বসবাসকারীদের নিরাপদে সরে আসতে বলছে। এখন পর্যন্ত দেড়শ মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে। অনেক মানুষ সেখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে।’

জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, পাহাড়ে ঝুঁকি নিয়ে যারা বসবাস করছেন, তাদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং করা হচ্ছে।

২০১০ সালের ১৪ জুন সকাল থেকে রাতভর টানা বর্ষণে টেকনাফ উপজেলায় পাহাড় ধসে ৩৩ জনের মৃত্যু হয়। এছাড়া উখিয়ায় ২০১০ ও ১২ সালের টানা বর্ষণে পাহাড় ১৫ জন নিহত হয়েছিল।

পাঠকের মতামত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হলিউড অভিনেতা ইউনিসেফ দূত অরল্যান্ডো ব্লুম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত ও হলিউড অভিনেতা অরল্যান্ডো ব্লুম। বুধবার (৫ ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...