ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৫/২০২৪ ৯:৩৪ এএম

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলার ৬৯তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। এর আগে কক্সবাজারে দুবার চ্যাম্পিয়নের পর এবার চট্টগ্রামের জব্বারের বলীখেলায়ও চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

শনিবার (১১ মে) কক্সবাজারের বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত বলি খেলার ৬৯ তম আসরে মহেশখালী উপজেলার কালু বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বাঘা শরীফ।

শুক্রবার (১০ মে) বিকালে শুরু হওয়া এই বলিখেলার শেষ দিন শনিবার বিকাল ৫ টা থেকে শুরু হয় এই বলিখেলার প্রতিযোগিতা। যেখানে প্রথম মেডেলে অংশ নেন বাঘা ও কালু। টানা ৫ মিনিটের পর কালুকে পরাজিত করে প্রথম মেডেলের চ্যাম্পিয়ান হন বাঘা।

এর আগে দ্বিতীয় মেডেল টানা ১০ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন মহেশখালীর মোহাম্মদ হোসেন বলি। তিনি একই উপজেলার লালু বলিকে পরাজিত করেন। তৃতীয় মেডেল চ্যাম্পিয়ান হয়েছেন মহেশখালীরই মোহাম্মদ শফি উল্লাহ বলি। তিনি পরাজিত করেন আমিন বলিকে। এরপর আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে ও মেলা উদ্‌যাপন পরিষদের সদস্য সচিব হেলাল উদ্দিন কবিরের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বলীখেলা ও বৈশাখী মেলার পৃষ্ঠপোষক শ্রীম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-সেব এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দু’দিনের আয়োজনে প্রতিযোগিতার ৩ ক্যাটাগরিতে অংশ নিয়েছেন ৪০০ বলী।

প্রসঙ্গত, কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য অংশ ডিসি সাহেবের বলীখেলা। ১৯৫৬ সালে কক্সবাজার মহকুমা থাকাবস্থায় ‘এসডিও সাহেবের বলীখেলা’ নামে এ খেলার প্রবর্তন হয়। ১৯৮৪ সালে কক্সবাজার জেলায় রূপান্তর হওয়ার পর ‘এসডিও সাহেবের বলীখেলার’ নাম বদলে ‘ডিসি সাহেবের বলীখেলা’ করা হয়

পাঠকের মতামত

মনোনয়নপত্র বিতরণ কাল; উখিয়া অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ৮ নভেম্বর

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১ ...

উন্মুক্ত হলেও সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ : পর্যটকহীনতা ও শর্তই মূল বাধা

সরকারি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও নভেম্বর মাসে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...