দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন
রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...
কক্সবাজারে ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও বাজার টু গোমাতলী রোডের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। এই ঘটনায় মাইক্রোবাসের চালক মোঃ করিম আহত হয়েছেন। তার বাড়ি ঈদগাঁও সদর ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায়। ইসলামাবাদ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করছেন।
তিনি জানান, দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রেন মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়। মাইক্রোবাসটি একটি বিয়ের ভাড়া নিতে যাচ্ছিলো। তাই কোনো যাত্রী ছিলো না।
মাইক্রোবাসটির মালিক ঈদগাঁও সদর ইউনিয়নের খোদাই বাড়ির মিজান নামের এক ব্যক্তি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
পাঠকের মতামত