সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২, অস্ত্র উদ্ধার
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। অভিযানে ৩টি ...
বলরাম দাশ অনুপম:
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় ট্রাক চাপায় এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আবু ছৈয়দ আশু। তার বাড়ি লারপাড়ায়।
শুক্রবার (৭ জানুয়ারী) রাত ১০টার দিকে কলাতলী ডলফিন মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওই ব্যক্তি মোটর সাইকেল যোগে লারপাড়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ সেলিম উদ্দিন, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এদিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) কলাতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুদ্ধ লোকজন।
পাঠকের মতামত