প্রকাশিত: ০৬/০৬/২০১৭ ৪:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৭ পিএম

ফরিদুল মোস্তফা খান, কক্সবাজার ::
পর্যটকদের নিরাপত্তার পাশা পাশি পুরো কক্সবাজার থানার মানুষ কে সত্যিকার পুলিশি সেবা দিতে আমরা বদ্ব পরিকর। পুলিশ-জনতা, জনতায় পুলিশ কথাটির মর্ম মানুষের ঘরে ঘরে পৌছে দিতে চেষ্টা করব, থানায় আগত কেউ যেন হয়রানির শিকার না হন । দালাল মুক্ত পরিবেশে সকলেই যেন নাগরিক সুবিধা নিয়ে নিরাপদে বাড়ী ফিরতে পারেন সেই লক্ষেই দিবা রাত্রি কাজ করবে কক্সবাজার থানা পুলিশ
কথা গুলো বলেছেন , কক্সবাজার থানায় যোগদান কৃত নতুন ওসি রণজিত বড়ুয়া। প্রতিবেদক কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাত কারে জঙ্গি, মাদকও সন্ত্রাস মুক্ত পর্যটন শহর করতে তিনি সকলের সহযোগিত চেয়ে আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করে বিভিন্ন এলাকায় ওসি দায়িত্ব পালন কালে আমার বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। তবুও মাদক ব্যবসায়ীদের বিন্দু মাত্র ছাড় দেই নি। ্এই থানায় এর ব্যাতিক্রম হবেনা। তবে এলাকাবাসীকে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ভাবে দাড়াঁতে হবে। এ সময় থানার ওসি তদন্ত কামরুল আজম উপস্থিত ছিলেন । জানা গেছে, পুলিশের ৯১ তম ব্যাচের কর্মকর্তা এইওসি । তিনি বাংলাদেশের বিভিন্ন থানার পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন অতীতে। ছিলেন বিদেশের শান্তি রক্ষা মিশনে ও ।

পাঠকের মতামত

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...