প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৯:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪২ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
দুই দিনের যাত্রা শেষে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার বহর নিয়ে রোববার রাত ৮টা নাগাদ কক্সবাজার শহরে ঢুকেন। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে কক্সবাজারের উদ্দেশে খালেদা জিয়ার গাড়িবহর রওনা হয়। খালেদা কক্সবাজারে পৌঁছায় দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

আজ তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। আগামীকাল সোমবার সকালে সাবেক প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করবেন এবং ত্রাণ বিতরণ করবেন।

শনিবার সকালে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। পথে ফেনী ও সীতাকুন্ডে তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়। এতে সংবাদমাধ্যমের গাড়িও হামলার শিকার হয়।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, জেলায় ঢুকার পর থেকে চট্টগ্রাম-কক্সবপাজার মহাসড়কের বিভিন্ন স্থানে খালেদা জিয়াকে স্বাগত জানান দলীয় নেতাকর্মী। এর মধ্যে চকরিয়ায় মহাসড়কজুড়ের লোকে লোকারণ্য হয়ে উঠে। এরপরে সড়কের সব স্থানে স্বাগত জানানো হয়। রামু বাইপাস মোড়ে এক বিশাল স্বাগত শোডাউন হয়। সেখানে কক্সবাজার শহরে ঢুকার পথে রামুর রশিদনগর থেকে টানা স্বাগত শোডাউন দেয় নেতাকর্মীরা। সেখান থেকে কক্সবাজার কক্সবাজার শহরের সার্কিট হাউজে ঢুকা পর্যন্ত নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে উঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আগামীকাল সোমবার সকাল ১১টায় উখিয়ায় বালুখালি পানবাজার রোহিঙ্গা ক্যাম্প, বালুখালি-২, হাকিমপাড়া ও শফি উল্লাহকাটা ঢালা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ওই দিন বিকেলে কক্সবাজার হয়ে চট্টগ্রাম সার্কিট হাউজে তার রাত্রি যাপন করার কথা রয়েছে।

গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। প্রতিদিন নতুন করে বাংলাদেশ সীমান্তে এসে ভিড় করছে রোহিঙ্গা সদস্যরা। এ ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদি’ উদাহরণ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গার সংখ্যা এরই মধ্যে ১১ লাখ ছাড়িয়ে গেছে। তাদের বেশির ভাগই ক্যাম্পে বসবাস করছে। এতে এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। সুত্র:: সিবিএন

পাঠকের মতামত

কোটবাজার দোকান-মালিক সমিতির নবনির্বাচিতদের শপথ ও দায়িত্বভার গ্রহণ

কক্সবাজারের উখিয়া উপজেলার কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির শপথ গ্রহণ, দায়িত্বভার ...

‘ইয়াবাকান্ডে’ কক্সবাজারে অধিনায়কসহ ৩ শতাধিক র‍্যাব সদস্যকে গণবদলি

ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেংকারির অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) কক্সবাজার ...

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্যসহায়তা ডব্লিউএফপির

 রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছে জাতিসংঘের বিশ্ব ...

উখিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি-প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি ...

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান

কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ...