প্রকাশিত: ৩০/০৮/২০২১ ৮:১৫ এএম

এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে ইউএনএইচসিআর ও রেডক্রিসেন্টের সহযোগিতায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবার পাচ্ছে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা। রবিবার (২৯ আগস্ট) বিকালে জেলা প্রশাসনের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে ৫ হাজার পরিবারকে ১ কোটি ২৫ লক্ষ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান।

এসময় তিনি বলেন, করোনার কারণে মানুষের কাজের সুযোগ কমে গেছে। তাই ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীকে সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। সরকারের পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থাও মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। করোনা সংকটে মানুষের পাশে দাড়িয়েছে ইউএনএইচসিআর ও রেডক্রিসেন্ট। যা সত্যিই প্রশংসনীয় পদক্ষেপ।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক(মানব সম্পদ ও উন্নয়ন) নাসিম আহমেদ, ইউএনএইচসিআর কক্সবাজার সাব অফিসের প্রধান ইটা সুয়েট ও লাইভলিহুড অফিসার সুব্রত কুমার চক্রবর্তী।

পাঠকের মতামত

বিয়ের দুদিন আগেই বরের দাফন

আগামী শুক্রবার বিয়ে। এ উপলক্ষে বর-কনের পরিবারে চলছিল জোর প্রস্তুতি। এদিকে বিয়ের পিড়িতে বসার উদ্দেশেই ...

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের নাগরিকসহ আটক দুই

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার ...

উখিয়া সমিতির শোকসাংবাদিক তোফায়েল আহমদের বড় ভাই আকতার আহমদ সওদাগরের দাফন সম্পন্ন

কক্সবাজারস্থ উখিয়া সমিতি গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছে যে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকতার ...