ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ৭:৫৫ এএম

কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) জুন-২০২৫ পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে কক্সবাজার সদর থানাধীন উত্তরন মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা পুলিশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় কেন্দ্রে প্রবেশের সময় কাগজপত্র ও ফেস ডিটেকশন ক্যামেরায় যাচাইকালে ছবির সঙ্গে তথ্যের গরমিল ধরা পড়ে।

আটককৃত ভুয়া পরীক্ষার্থীর নাম মুহিদ আল কাদের (২০)। তিনি উখিয়ার গৌজঘোনা এলাকার শাহ ইউনুসের ছেলে। তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিদ আল কাদের স্বীকার করেছে যে, আর্থিক লেনদেনের মাধ্যমে মূল পরীক্ষার্থীর ছদ্মবেশে পরীক্ষায় অংশ নিতে এসেছিলো। ফেস ডিটেকশন ক্যামেরায় তার মুখাবয়ব না মেলায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে বিষয়টি বেরিয়ে আসে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজারে নদী দখলমুক্ত করতে গিয়ে বাধা, এস্কেভেটর ভাঙচুর, সড়ক অবরোধ

বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সকাল ১০টার ...

নতুন শহরের জন্ম হবে মহেশখালী ও মাতারবাড়ীতে

কক্সবাজারের মহেশখালী-মাতারবাড়ীকে সিঙ্গাপুর ও সাংহাইয়ের মতো উন্নত আধুনিক বন্দরকেন্দ্রিক টাউনশিপে রূপান্তরের পরিকল্পনা নিচ্ছে সরকার। এ ...