দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার
দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...
নিজস্ব সংবাদদাতা :
কক্সবাজর শহরের সৈকত আবাসিক এলাকা থেকে ২৮ হাজার ইয়াবাসহ মুজাহিদ হোসেন ওরফে মামুন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শনিবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে ইয়াবাসহ থাকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো: রুহুল আমিন।
আটক মুজাহিদ বাগের হাট জেলার চিতল মারি কুনিয়া পাড়া এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
মেজর রুহুল আমিন জানান, অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবাসহ মুজাহিদ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫৬ লাখ টাকা।
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ী মুজাহিদকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত