প্রকাশিত: ১০/০৭/২০১৭ ২:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের চিংড়ি খাতের প্রকল্পে অনিয়ম, দুর্নীতির অভিযোগের মামলায় কক্সবাজারের সাবেক ডেপুটি কমিশনার (ডিসি) রুহুল আমিন ও অ্যাডিশনাল ডেপুটি কমিশনার (এডিসি) জাফর আলমের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী শম রেজাউল করিম।
খুরশীদ আলম খান বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পে ভুয়া লোকজনের নামে প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় পৃথকভাবে হাইকোর্ট দুই আসামিকে জামিন দিয়েছিলেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ সোমবার তাদের জামিন বাতিল করেছেন।
প্রসঙ্গত, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের চিংড়ি খাতের ক্ষতিপূরণ প্রকল্পে ভুয়া লোকজনের নামে প্রকল্প দেখিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এই চক্রের অন্যতম হোতা মাতারবাড়ির রফিকুল ইসলাম প্রকাশ ভেন্ডার রফিক, জমির উদ্দীন ও কক্সবাজার থানা রোডের দোকানদার মৌলভী সেলিম। তবে নেপথ্যে থেকে আত্মসাতের নেতৃত্বে ছিলেন কক্সবাজারের তৎকালীন ডিসি ও এডিসি।
এই ঘটনায় মাতারবাড়ির কাউছার আহামদ নামে এক ব্যক্তি জেলা প্রশাসককে মূল আসামি করে ২৭ জনের বিরুদ্ধে কক্সবাজার জজ আদালতে মামলা করেন। মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন আদালত। পরে অভিযোগপত্র পেয়ে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর রুহুল আমিন আত্মসমর্পণ করেন।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি বিওপির মাদকবিরোধী অভিযানে ১লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ...

উখিয়ায় এইচএসসি ফল বিপর্যয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা

উখিয়ার দুটি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার্থীদের পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ...

৪৮তম বিসিএস (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত উখিয়ার সন্তান নুরুল আবছার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার কৃতিসন্তান নুরুল আবছার ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ...

সপ্তাহে ২ দিন ছুটির সুবিধাসহ অফিসার পদে নিয়োগ, কর্মস্থল কক্সবাজার

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি ইনফরমেশন ম্যানেজমেন্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ...