প্রকাশিত: ০৭/০৯/২০১৭ ৭:৫৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারে চলমান সহিংসতার জের ধরে কোন ধরণের সাম্প্রদায়িক উসকানিতে বিচলিত না হয়ে কক্সবাজার বিভিন্ন উপজেলার বসবাসরত বৌদ্ধ ধর্মালম্বিদের স্বাভাবিক জীবন যাপন করার আহবান জানিয়েছেন কক্সবাজার পুলিশ প্রশাসন।

কক্সবাজার সদর, রামু, টেকনাফ, উখিয়াসহ বিভিন্ন উপজেরার বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে মতবিনিময়কালে বৌদ্ধ নেতাদের এই আহবান জানান কক্সবাজারের পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন।

এসময় তিনি বলেন, কোন ধরণের সাম্প্রদায়িক উসকানিতে আতংকিত না হয়ে স্বাভাবিকভাবে চলা পরা করার জন্য আশ্বস্ত করেন। পাশাপাশি বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় মন্দির এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, কক্সবাজার সদরের সকল বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। উক্ত এলাকাগুলোত বসবাসরত বৌদ্ধ ধর্মীয় লোকজনকে কোন ধরণের উসকানিতে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবন যাপন করার আহবান জানানো হয়েছে।

পাঠকের মতামত

সরকারের সমালোচনার পাশাপাশি নিজেকেও পরিবর্তন করতে হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি ব্যক্তিরও ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণ গেল বউ-শাশুড়িসহ একই পরিবারের ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের বউ-শাশুড়িসহ তিনজন নিহত ...

কক্সবাজার থেকে চট্রগ্রাম গিয়ে মিছিল, ছাত্রলীগ কর্মীসহ গ্রেপ্তার ৪

কক্সবাজার থেকে চট্টগ্রামে এসে ‘সরকারবিরোধী’ মিছিল করার অভিযোগে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীসহ চারজন ...