উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০১/২০২৩ ৯:১৮ পিএম

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কক্সবাজারকে নিয়ে প্রধানমন্ত্রীর ব্যাপক পরিকল্পনা রয়েছে। তাই এই জেলাকে ঘিরে ৮ হাজার ৮৫৯ কোটি টাকার আরও ১০টি প্রকল্প প্রস্তাবিত রয়েছে, যা দ্রুত পাস হবে। কক্সবাজারের কোনো প্রকল্প একনেক থেকে ফেরত আসে না।

মঙ্গলবার (৩ জুন) সকালে জেলায় চলমান প্রকল্পের অগ্রগতি বিষয়ক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের ভাঙন রোধে স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এই অর্থবছরে ৭০৯ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে ৩টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে। প্রকল্পসমূহ হলো- জেলার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের পোল্ডারের পুনর্নির্মাণ, টেকনাফের শাহপরীর দ্বীপের সী-ডাইক অংশ বাঁধ পুনর্নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন এবং বাঁকখালী নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং। এছাড়া চলমান রয়েছে ৪টি প্রকল্পের ৪০০ কোটি টাকার কাজ। আগামী জুনের মধ্যে গুণগত মান বজায় রেখে ২টি প্রকল্প শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে পানিসম্পদ উপমন্ত্রী সৈকতের শাহীন বিচ, কবিতা চত্বর ও লাবণী পয়েন্টে আপদকালীন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের প্রমুখ।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...