প্রকাশিত: ২৩/০১/২০১৭ ১১:৩২ পিএম

কক্সবাজার প্রতিনিধি
আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নকশা অনুমোদন কার্যক্রম শুরু করছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের পর গত বছরের মার্চে গেজেট অনুমোদন হয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক)। গত বছরের আগস্টে চেয়ারম্যান নিয়োগ দেয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করছে কউক।

এ বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ বলেন, ‘জনবল কাঠামো অনুমোদনের পর পুরো শক্তির জনবল পাব। এখন আপাতত সেনাবাহিনী থেকে একজন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একজন টাউন প্ল্যানার নিয়ে কার্যক্রম শুরু করছি।’

তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন হিসেবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে মানুষের কাছে পরিচিত করতে চাই। আর কক্সবাজার ঘিরে সরকারের অনেকগুলো উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্প পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হবে। বন্ধ করা হবে অপরিকল্পিত উন্নয়ন।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ (সোমবার) বিএমএ ভবনে কউকের অফিসে হবে নকশা অনুমোদনের এই কার্যক্রম।

উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের গেজেট অনুমোদনের পর চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় গত বছরের ১৪ আগস্ট। সমগ্র কক্সবাজার জেলা এই উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন থাকবে।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...