প্রকাশিত: ৩১/০১/২০১৭ ৮:৫৬ এএম

শাহেদ মিজান:
উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহামদ জয়ের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বৈঠকে এই ভুল বোঝাবুঝির অবসান হয়। তাদের মধ্যকার বৈঠকে মধ্যস্থতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
জানা গেছে, বিগত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে যাওয়ার পথে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে কয়েকজন ছাত্রলীগ নেতাকে আটক করেছিলেন বিজিবি। ওই ঘটনার জন্য সংসদ সদস্য আবদুর রহমান বদিকে দায়ী করেছিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এরপর ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহামদ জয় বদিকে নিয়ে ফেসবুকে কয়েকবার নেতিবাচক স্ট্যাটাস দিয়েছিলেন। এতে করে তাদের মধ্যকার সম্পর্ক অত্যন্ত তিক্ত পর্যায়ে চলে যায়। তাদের এই সম্পর্কের তিক্ত অবসানের জন্য উদ্যোগ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এরই ধারাবাহিকতায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দু’জনকে নিয়ে বসেন এড. সিরাজুল মোস্তাফা ও মুজিবুর রহমান চেয়ারম্যান। বৈঠকে বদি ও ইশতিয়াক দু’জনে অতীতের সব তিক্ততা ভুলে নূতনভাবে এক সাথে পথচলায় প্রত্যয়ী হন। দু’জন একে অপরের সাথে কোলাকুলি করে সব ভেদাভেদ যাওয়ার প্রত্যয় করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের আযাদ, আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক ইমরুল কায়েস, ছাত্রলীগ নেতা মারুফ ইবনে হোসেন, ইব্রাহিম আজাদ বাবু, ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মইন উদ্দীনসহ অর্ধশত নেতাকর্মী।
এমপি বদি ও ইশতিয়াকের আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে এক আনন্দঘন অভিব্যক্তি সৃষ্টি হয়েছে। সকলে দু’জনের ভুল বোঝাবুঝির অবসান করাকে সাধুবাদ জানাচ্ছেন। সিবিএন

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...