প্রকাশিত: ২৫/০৩/২০১৮ ৭:৫৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০২ এএম

উখিয়া নিউজ ডটকম::

নির্যাতিত রোহিঙ্গা মুসলিমরা যখন বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্যে বর্ডারের কাছে অবস্থান করতে শুরু করে, তখন মালদ্বীপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বর্ডার খুলে দেওয়ার আহ্বান জানায়। মালদ্বীপের সকল জনতাও বর্ডার খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে মালদ্বীপে।রোহিঙ্গাদের জন্যে প্রত্যেকটি দ্বীপ থেকে শুরু করে অর্থ সংগ্রহ। প্রত্যেকটি দ্বীপের-প্রত্যেকটি-পয়েন্টে-পয়েন্টে দান বাক্স দেওয়া হয় ও মোবাইল-ফোন, এস,এম,এস, এর মাধ্যমে, ব্যাংকিং এর মাধ্যমে সরকার অর্থ সংগ্রহ করে। অথচ সেই সংগ্রহ করা অর্থ নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশে পৌঁছায়নি।

গতকাল মালদ্বীপের ইসলামী মিনিস্টার হম্মেদ জিয়াদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জানায় যে রোহিঙ্গাদের অর্থ আত্মসাৎ হয়নি, এটা অফিসিয়াল কাজের কারনে ও মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতার কারনে এই অর্থ এত দিন আটকিয়ে ছিল। এই অর্থ এখন সরকারের কাছে রোহিঙ্গা ফাণ্ড হিসেবেই জমা আছে। রোহিঙ্গাদের অর্থ বাংলাদেশে নির্দিষ্ট মেয়াদে পোঁছাতে না পারায় সরকারসহ আমাদের অনেকের ছবি দিয়ে রাস্তাঘটে পোস্টার লাগিয়েছে কু-মন্তব্য করেছেন। তিনি আরো জানান যে, আগামী মাসের মধ্যে রোহিঙ্গাদের অর্থ বাংলাদেশে পৌঁছে দেওয়া হবে। তবে কি পরিমাণ অর্থ সরকারের ফান্ডে জমা রয়েছে এ বিষয়ে তিনি কিছু জানাননি।

পাঠকের মতামত

দুই রোহিঙ্গা জাতীয় পরিচয়পত্র বানাতে ভৈরবে এসে আটক

জাতীয় পরিচয়পত্র বানাতে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসেছিলেন দুজন রোহিঙ্গা। ...

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...