প্রকাশিত: ১৪/১০/২০১৬ ৭:৪৮ পিএম
35704_pawliনিউজ ডেস্ক :::

‘সত্তা’ ছবির জন্য আবারো ঢাকায় আসছেন ভারতের অভিনত্রী পাওলি দাম। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কক্সবাজারে দুটি গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করবেন বলে মানবজমিনকে জানান ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে শুটিং করে গেছেন পাওলি। তবে এবার কক্সবাজারে শুটিং করবেন এই অভিনেত্রী। পাওলির ঢাকায় আসা নিয়ে ছবির পরিচালক বলেন, ‘সত্তা’ ছবির গানের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসছেন পাওলি দাম। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা। তবে এখনও তিনি পৌছাননি। আশা করছি, আজই তিনি ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় ফিরে বিশ্রাম শেষে কাল শনিবার সকালের ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়বেন পাওলি। আর দুপুরের দিকে সেখানে যোগ দেবেন ছবির নায়ক শাকিব খান। কক্সবাজারে এবার ‘সত্তা’ ছবির যে দুটি গানের শুটিং করা হবে তার কোরিওগ্রাফি করবেন মাসুম বাবুল। এই ছবির সবকটি গানের সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সর্বশেষ ২৪শে ফেব্রুয়ারি ঢাকায় আসেন পাওলি। শহীদ মিনার, এফডিসি, ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান লেডিস পার্কে টানা ছয়দিন শুটিং শেষে কলকাতায় ফিরে যান এই অভিনেত্রী। গতবার শুটিংয়ে এসে কলকাতা ফেরার আগে পাওলি মানবজমিনকে বলেন, বাংলাদেশে আসতে আমার বেশ ভালো লাগে। আর এখানে এটাই আমার প্রথম ছবি। ছবির গল্পটা খুবই সুন্দর। ভালোভাবে এ ছবির কাজটা শেষ করতে চাই। তাই পরিচালক আশা করছেন, এবারের অংশের কাজ করলেই শেষ হবে পাওলি ও শাকিব খানের ছবি ‘সত্তা’।

পাঠকের মতামত

অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার

জনপ্রিয় অভিনেত্রী ও ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি শমী কায়সারকে ...