প্রকাশিত: ২০/১১/২০১৯ ৩:৪৫ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর রণজিৎ কুমার পাল (৩০) নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ার নামে দুই সহোদরকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মুনসুর গ্রামের একটি ব্রিজের নীচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রণজিৎ দিশা নামে একটি এনজিও’র মির্জাপুর শাখার সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। রণজিৎ পাল ঠাকুরগাও জেলার কোষামন্ডলপল গ্রামের অতুল পালের ছেলে।

পুলিশ জানায়, এনজিও কর্মী রণজিৎ পাল মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় সঞ্চয় ও কিস্তি আদায়ের জন্য বের হন। কয়েকটি সমিতির সঞ্চয় ও কিস্তি আদায় শেষে দুল্যা মুনসুর গ্রামের ছানোয়ার ও আনোয়ারের বাড়িতে কিস্তি তুলতে যান। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় বলে ওই এনজিও শাখা ম্যানেজার রওশন আলম জানান। যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় দুল্যা মুনসুর গ্রামের সমিতির সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন। বিকেল চারটার দিকে ছানোয়ারের বাড়ির পাশে একটি দোকান ঘরের পাশে রণজিৎ পালের ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ পাওয়া যায়। এদিকে সমিতির কর্মী রণজিৎ পালের খোঁজ না পেয়ে সন্ধায় মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে এনজিও কর্তৃপক্ষ। বুধবার সকালে এলাকাবাসী দুল্যা মুনসুর গ্রামের ব্রিজের নীচে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে গলায় রশি বাঁধা অবস্থায় রণজিৎ পালের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সায়েদুর রহমান মরদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুল্যা মুনসুর গ্রামের আকবর হোসেনের দুই ছেলে সানোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় ১ মাসে ৬ খুন

কক্সবাজারের উখিয়ায় গত এক মাসে ছয়টি নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক ও সামাজিক বন্ধন দুর্বল ...

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি চালক নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর পানিরছড়া এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. জাহেদ ...

উখিয়ায় বিষপানে নারীর মৃত্যু

উখিয়ার শরণার্থী শিবিরের রোহিঙ্গা এক নারী পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার করেছে। রবিবার (২৭ এপ্রিল) ...

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সর্বশেষ পরিস্থিতি দেখতে আসছে সরকারের সব সংস্থার প্রতিনিধি

বিশেষ প্রতিবেদক :: পর্যটন নগরীতে প্রস্তাবিত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নানা সমস্যায় জর্জরিত। এখনও টার্মিনাল ভবন ...

উখিয়ায় হত্যার পর স্ত্রী’র ম’র’দে’হ হাসপাতালে রেখে পালালো স্বামী

কক্সবাজারের উখিয়ায় স্ত্রী’কে হত্যার পর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়েছে স্বামী। রবিবার (২৭ এপ্রিল) ...