ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০১/২০২৪ ৯:৪৩ এএম
ফাইল ছবি

২০২৩ সালে মিয়ানমার বা বাংলাদেশ থেকে পালানোর চেষ্টা করার সময় কমপক্ষে ৫৬৯ জন রোহিঙ্গা মারা গেছে বা নিখোঁজ হয়েছে। ২০১৪ সালের পর এটি সর্বোচ্চ সংখ্যা। জাতিসংঘের শরণার্থী সংস্থা মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি, জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীকে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানিয়েছে, আন্দামান সাগর বা বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার চেষ্টার সময় প্রায় চার হাজার ৫০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নিখোঁজ বা মৃতের সংখ্যা ২০১৪ সালের পর থেকে সর্বোচ্চ। ওই বছর এই সংখ্যা ছিল ৭৩০।’

ইউএনএইচসিআরের বিবৃতিতে বলা হয়েছে, বেঁচে থাকা ব্যক্তিরা লিঙ্গভিত্তিক সহিংসতাসহ ভ্রমণের সময় নিপীড়ন ও শোষণের ভয়ঙ্কর বিবরণ দিয়েছেন।

এতে বলা হয়েছে, ‘যারা এই যাত্রার চেষ্টা করেছিল তাদের বেশিরভাগই ছিল শিশু ও নারী-প্রায় ৬৬ শতাংশ যারা এই ভয়ঙ্কর যাত্রা শুরু করেছিল। শরণার্থীরা বাংলাদেশ থেকে এবং কিছুটা কম পরিমাণে মিয়ানমার থেকে চলে যাচ্ছে।

পাঠকের মতামত

তহবিল সংকটে জাতিসংঘের বৈশ্বিক সহায়তা পরিকল্পনায় ব্যাপক কাটছাঁট

তহবিল হ্রাসের কারণে বিশ্বব্যাপী মানবিক সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে সংকুচিত করতে বাধ্য হচ্ছে জাতিসংঘ। এতে লাখ ...