প্রকাশিত: ২৩/০৮/২০১৭ ৯:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৪১ পিএম

অাজিজুল হক:
ইঞ্জিনিয়ার অাসিফ ইমরান ইমন মার্কিন যুক্তরাষ্ট্রের অারকানসাস ইউনিভার্সিটির ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য ২৫ অাগস্ট ১৭ইং রোজ শুক্রবার অামেরিকা গমন করবেন। অাসিফ ইমরান বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার দক্ষিণ ঘুমধুম নিবাসী, বান্দরবান জেলা ও দায়রা জজ অাদালতের সিনিয়র অাইনজীবী মো: ইলিয়াছ শাহ এবং বান্দরবান অাদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা হোছনে অারা বেগমের জৈষ্ঠ্য পুত্র। তিনি ইতিমধ্যে ইলেক্ট্রনিক বিষয়ে ৩টি গবেষণা পত্র রচনা করেছেন যা অান্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং বিশদভাবে সমাদৃত হয়েছে। মাত্র ২৩ বছর বয়সে এসব গবেষণায় অর্জিত সাফল্য লাভের কারণে বিএসসি,র পরই উক্ত বিশ্ববিদ্যালয় পিএইচডি করার জন্য ফুলব্রাইট স্কলারশিপ এবং একই বিশ্ববিদ্যালয়ে এসিসট্যন্ট টিচার হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি ঘুমধুমের প্রবীন প্রধান শিক্ষক মাষ্টার এম শাজেদ উল্লাহ এবং নাইক্ষ্যংছড়ি হাসপাতালের স্বাস্থ্য সহকারী কামরুল হাসান শিমুলের ভ্রাতুষ্পুত্র। ইমন তার হিতাকাংখী এবং দেশবাসীসহ সকলের নিকট দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত