প্রকাশিত: ১০/০৪/২০১৮ ১০:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ এএম

উখিয়া নিউজ ডটকম : সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার কক্সবাজার জেলায় অবস্থিত উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আসছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ।

দু’ দিনের সফরের অংশ হিসাবে তিনি সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পৌঁছাবেন।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ  সকাল ১১টায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টা থেকে তিনি বালুখালি রোহিঙ্গা শিবিরে খাদ্য সাহায্য হিসাবে চাল বিতরণ করবেন।

পরে তিনি ১২ নম্বর ক্যাম্পে গিয়ে উপকার ভোগিদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি রোহিঙ্গাদের জন্যে করা গোদাম পরিদর্শন করবেন। বিকালে তিনি মালয়েশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। কক্সবাজারে রাতে সৌদি অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হবে।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ তার সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার হাসপাতাল পরিদর্শন করবেন। দুপুরের দিকে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে একটি চুক্তি সই করবেন। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইতিপূর্বে জাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছিল সৌদি আরব।

এছাড়াও, জাতিসংঘ মানবাধিকার কমিটিতে মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে আনা এক যৌথ প্রস্তাবে অন্যান্যদের সঙ্গে স্পন্সর হয়েছিল সৌদি আরব।

পাঠকের মতামত

শিক্ষার্থীদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নম্বর যুক্ত করার নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা-মা বা অভিভাবকের ফোন নম্বর সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন ...

বিমান দুর্ঘটনা: চলে গেলেন আরো চার শিক্ষার্থী, মোট মৃত্যু ২৭

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষরত যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ...