প্রকাশিত: ১০/০৪/২০১৮ ১০:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২০ এএম

উখিয়া নিউজ ডটকম : সৌদি আরবের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বুধবার কক্সবাজার জেলায় অবস্থিত উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে আসছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন কিং সালমান রিলিফ অ্যান্ড হিউম্যানিটারিয়ান সেন্টারের জেনারেল সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ।

দু’ দিনের সফরের অংশ হিসাবে তিনি সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পৌঁছাবেন।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ  সকাল ১১টায় রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। বেলা সাড়ে ১২টা থেকে তিনি বালুখালি রোহিঙ্গা শিবিরে খাদ্য সাহায্য হিসাবে চাল বিতরণ করবেন।

পরে তিনি ১২ নম্বর ক্যাম্পে গিয়ে উপকার ভোগিদের সঙ্গে কথা বলবেন। তারপর তিনি রোহিঙ্গাদের জন্যে করা গোদাম পরিদর্শন করবেন। বিকালে তিনি মালয়েশিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত ফিল্ড হাসপাতাল পরিদর্শন করবেন। কক্সবাজারে রাতে সৌদি অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হবে।

ড. আব্দুল্লাহ আল রাবিয়াহ তার সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কক্সবাজার হাসপাতাল পরিদর্শন করবেন। দুপুরের দিকে তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গে একটি চুক্তি সই করবেন। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় ইতিপূর্বে জাহাজ ভর্তি ত্রাণ পাঠিয়েছিল সৌদি আরব।

এছাড়াও, জাতিসংঘ মানবাধিকার কমিটিতে মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের বিরুদ্ধে আনা এক যৌথ প্রস্তাবে অন্যান্যদের সঙ্গে স্পন্সর হয়েছিল সৌদি আরব।

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট’

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সব নাগরিকের রয়েছে, এটা সংবিধানে গ্যারান্টি ...

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ

রাজধানী‌র ধোলাইখা‌লে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এ‌নে‌ছে ফায়ার সা‌র্ভিস। আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের ...

ইনানীতে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র

অবশেষে কক্সবাজারে হচ্ছে ফায়ার সার্ভিসের পূর্ণাঙ্গ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং অত্যাধুনিক ফায়ার স্টেশন। অর্থনৈতিক এবং ...