প্রকাশিত: ২১/০৭/২০২৫ ৮:১৩ পিএম , আপডেট: ২১/০৭/২০২৫ ৮:১৮ পিএম

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের চোরাই রেশন সামগ্রীসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ ২১ জুলাই ২০২৫ তারিখে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ টহল অভিযানে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রাইক্ষ্যং এলাকায় একটি গুদাম থেকে বিপুল পরিমাণ রেশন সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় গুদামের ম্যানেজার মোঃ ফারুক (২৭), পিতা- গোলাম কাদের, রাইক্ষ্যং ৩ নং ওয়ার্ড, উনচিপ্রাং, টেকনাফ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সেনা-পুলিশের যৌথ টহল দলের উপস্থিতি টের পেয়ে গুদাম সংলগ্ন এলাকা থেকে কয়েকজন শ্রমিক পালিয়ে যায়। পরে একটি সন্দেহজনক পিকআপ আটক করা হলে গুদামের ম্যানেজার ফারুককে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) কর্তৃক রোহিঙ্গাদের জন্য সরবরাহকৃত খাদ্য সামগ্রী গুদামজাত করে প্যাকেট পরিবর্তন করে তা স্থানীয় ডিলারদের কাছে পুনরায় সরবরাহ করা হয়।

গুদাম তল্লাশি করে বিপুল পরিমাণ চোরাই রেশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—

চাল : ২১৫০ কেজি

তেল : ১৭০ লিটার

পেঁয়াজ : ৩২০ কেজি

আটা : ১৫২০ কেজি

সাবান : ৭৫০০ পিস

হলুদ গুঁড়া : ৬০০ কেজি

চিনি : ৭৫০ কেজি

ডাল : ৫৫০ কেজি

ব্যাটারি : ১২ ভোল্টের ৮টি, ৬ ভোল্টের ২টি

বস্তা সেলাই মেশিন : ১টি

ফারুক আরো জানায়, উনচিপ্রাং ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতির প্রত্যক্ষ মদদে এই গোডাউন পরিচালিত হয়ে আসছিল। এ চক্রের সঙ্গে ক্যাম্প-২২ এর রোহিঙ্গা ব্যবসায়ী মনু মাঝি ও আরও কয়েকজন যুক্ত রয়েছে, যারা ক্যাম্প থেকে রেশন সংগ্রহ করে এই গুদামে সরবরাহ করতো।

জানা যায়, এসব রেশন মালামাল স্থানীয় WFP ডিলারদের কাছে পুনরায় বিক্রির পাশাপাশি মিয়ানমারে পাচার করা হতো। পাচারের জন্য উনচিপ্রাং এলাকার বিভিন্ন নদীপথ ব্যবহার করা হতো গভীর রাতে।

এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসন, RRRC অফিস এবং ক্যাম্পে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন দেখা দিয়েছে।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অবৈধ রেশন ব্যবসা প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...