প্রকাশিত: ২২/১০/২০১৬ ৭:৩৫ এএম , আপডেট: ২২/১০/২০১৬ ৭:৩৬ এএম

উখিয়া প্রতিনিধি :
উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী থেকে উপজাতী পল্লী তেলখোলা সড়কে সড়কে যানবাহন ডাকাতির চেষ্টার ঘটনায় ডাকাত ও যাত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ডাকাতের ছুটিকাঘাতে ৫জন যাত্রী আহত হয়েছে। ডাকাতদল ব্যর্থ হয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন ও আহত যাত্রীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টা দিকে থাইংখালী বাজার থেকে তেলখোলা গ্রামের বাড়িতে টমটম গাড়ী করে ফেরার পথে তেলখোলার ঢালায় সশস্ত্র মুখোশ পড়া  ৯/১০ ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রী বহনকারী গাড়ীটি থামায়। এসময় টমটম চালক আবুল হাসেম কৌশলে গাড়ীটি ডাকাত দলের উপর তুলে দিলে দুইজন ডাকাত গাড়ির নিচে চাপা পড়ে। অন্যান্য ডাকাতরা তখন এলোপাতাড়ি যাত্রীদের মারধর করতে থাকে। পরে গাড়ির নিচে চাপা পড়া দুই ডাকাতকে উদ্ধার করে ডাকাত দল জঙ্গলের দিকে পালিয়ে যায়। এ সময় ডাকাত দলের ছুরিকাঘাতে তেলখোলা এলাকার হাবিব উল্লাহ (৩০), বদিউর রহমান (৩৫), বাদশা মিয়া (৩৫) আবুল হাসেম (৩০) ও বদিউর রহমান (২৮)কে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন উখিয়া হাসপাতলে ভর্তি করায়। গুরুতর আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসা করার জন্য উখিয়া হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। স্থানীয় পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী ডাকাতির চেষ্টার ঘটনা স্বীকার করে বলেন, আমার ইউনিয়নটি ইয়াবা পাচারকারী ও সেবনকারীদের নিরাপদ আশ্রয় স্থলে পরিনত হয়েছে। গত কিছুদিন ধরে এ সড়কে প্রায় সময় ডাকাতির ঘটনা ঘটছে। ইয়াবা সন্ত্রাসীদের নির্মূল করা না গেলে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাবে বলে তিনি জানান। উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ডাকাতির ঘটনা ঘটেনি তবে চেষ্টা হয়েছে বলে জানান। এব্যাপারে ডাকাতদের আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...