প্রকাশিত: ২৮/০৫/২০১৮ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২১ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া।
উখিয়ায় প্রভাবশালী ভুমি দস্যূরা অসহায় পরিবারের বসত ভিটা দখল করতে গিয়ে বাড়ি ঘর ভাংচুর করে এক লোমহর্ষক ঘটনা সংঘটিত করেছে। সন্ত্রাসী কায়দায় বাড়ী ঘর ভাংচুর করে গৃহকর্তা গিয়াস উদ্দিনকে বেধড়ক মারধর করে ক্লান্ত হয়নি এবং তার ৪ মাসের অন্ত:স্বত্ত্বা স্ত্রী জুবাইদাকে তলপেটে লাথি মেরে মারাত্মক আহত করে। আহতরা হল গিয়াস উদ্দিন (২৫), তার গর্ভবতী স্ত্রী জুবাইদা বেগম (২১), বিবুলা খাতুন (৪৫), মনোয়ারা বেগম (৪৫)।
এ সময় সন্ত্রাসীরা বাড়ী ঘর ভাংচুর করে আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা সহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়াপালং গ্রামে। সন্ত্রাসীরা গত ২৫ মে গভীর রাতে বসত ভিটা জবর দখল করতে গিয়ে এ সন্ত্রাসী হামলার ঘটনা সৃষ্টি করে। আহতদের রাতেই এলাকাবাসীর সহযোগিতায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: আবুল খায়ের। তিনি আরো বলেন, রাতের আঁধারে সন্ত্রাসী কায়দায় বসত ভিটায় জবর দখলের অপচেষ্টার ঘটনায় এজাহারভুক্ত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় উখিয়া থানায় ১১জনকে আসামীকে করে একটি এজাহার দায়ের করা হয়েছে।
এদিকে এই লোমহর্ষক সন্ত্রাসী হামলার ঘটনায় এলাকাবাসীসহ সচেতন মহলের মধ্যে চরম অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনায় জড়িত সিরাজ মিয়া (৫০) সহ অপরাপর আসামীদের গ্রেপ্তারের জন্য হামলার শিকার ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা প্রশাসনের নিকট জোর আবেদন জানিয়েছেন।

পাঠকের মতামত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...