স্থলপথে নজরদারি কড়াকড়ি, সাগরপথে ইয়াবার ৮০% ঢুকছে বাংলাদেশে
দেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে ...
শহিদুল ইসলাম, উখিয়া ::
কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের রোহিঙ্গা মেয়েকে শ্লীনতাহানী করার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ধৃত যুবককে মামলা রুজু পূর্বক কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বড় সোনার পাড়া এলাকার মোঃ ইউনুছেলে ছেলে আবদুল খালেক প্রঃ খালেক হোসেন (২৫) ও কুতুপালং শরণার্থী শিবিরের ব্লক ডি এর বাসিন্দা নুরুল ইসলামের মেয়ে রমিদা বেগমকে বিয়ে করার আশ্বাস দেন। এ সুযোগে বেশ কয়েকবার তাদের শারিরীক সম্পর্ক হয়। বৃহস্পতিবার রাতে আবারো দেখা করতে গেলে স্থানীয় গ্রামবাসী ও রোহিঙ্গারা মিলে লম্পটকে উখিয়া থানায় সোপর্দ করেন। উখিয়া থানার তদন্ত ওসি মোঃ কায় কিসলু সত্যতা স্বীকার করেন।
পাঠকের মতামত