প্রকাশিত: ২৭/০৫/২০১৮ ২:৫৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৪ এএম

উখিয়া নিউজ ডটকম::
উখিয়া উপজেলা পরিষদের মাসিক চোরাচালান ও আইনশৃঙ্খলা কমিটির সভা রবিবার (২৭ মে ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উখিয়া (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান ছেনুয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল উদ্দিন চৌধুরী, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম , জালিয়াপালং ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, পালংখালী ইউনিয়নের এম গফুর উদ্দিন চৌধুরী ও উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন ।

বক্তারা উখিয়ায় ইয়াবা বানিজ্যের মাধ্যমে হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া ইয়াবা ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। কি করে তারা অল্প সময়ে বিপুল পরিমান সম্পদের মালিক হলো,গাড়ী,বাড়ীর মালিক হলো তা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি আহবান জানান। পাশাপাশি যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহবাহ জানান, বিশেষ করে সড়কের দু,পাশে যে সমস্ত তেলের ড্রামসহ রাস্তা বন্ধ করে মালামাল রাখা হয় তার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন বক্তারা ।
রোহিঙ্গা সমস্যা বৃদ্ধি পেলেও উখিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় বক্তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাধুবাদ জানায়।

সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা পবিত্র চন্দ্র মণ্ডলসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ।

পাঠকের মতামত

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চকরিয়ায় জামায়াতের বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরি সাংগঠনিক ...

দেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসলো স্ক্যানার

দেশে প্রথমবারের মতো স্ক্যানার বসানো হলো কক্সবাজার রেল স্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের স্ক্যানার ...

কক্সবাজারের ট্রেন দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে ফিরল শিশু আতাউল্লাহ

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় আতাউল্লাহ ...

কক্সবাজারে দেয়ালে নিষিদ্ধ ছাত্রলীগের ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’ স্লোগান, তোলপাড়

কক্সবাজারের অজ্ঞাত স্থানে দেয়ালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ‘হাঠাও ইউনুস, বাঁচাও দেশ’ স্লোগান লেখা নিয়ে আইনশৃঙ্খলা ...