
উখিয়া উপজেলার ইনানী এলাকা থেকে এক মাদ্রাসা পড়ুয়া ছাত্র হারিয়ে গেছে। তার তার গায়ে ছিল সাদা পাঞ্জাবি,পায়জামা ও মাথায় সাদা গোল টুপি । তার বয়স ১৭ বছর। তাকে সম্ভাব্য অনেক জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে তার বাবা ও মাসহ আত্বীয়-স্বজন চিন্তিত হয়ে পড়েছে। এমতাবস্থায় কোন সু-হ্নদয়বান ব্যক্তি পেয়ে থাকলে বা খবর পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ অনুরুধ রইল। গত ৪-০৭- ২০১৭ ইং তারিখে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে সে আর বাড়িতে ফিরেনি। তার নাম মোঃ রিদোয়ান (১৭) পিতা- সাবের আলম গ্রাম-ইনানী ,৬নং ওয়ার্ড,জালিয়া পালং ইউপি,থানা উখিয়া,জেলা কক্সবাজার । সে রামুর পোকখালী মাদ্রাসার ছাত্র। সম্ভাব্য সকল স্থানে খোঁজ নেওয়ার পর তার সন্ধান না পাওয়াতে ১১ সেপ্টেম্বর উখিয়া থানায় একটি জিডি করা হয়েছে। যার জিডি নং ৮২৪।
যোগাযোগের ঠিকানা-
সাবের আলম
গ্রাম-ইনানী ,৬নং ওয়ার্ড,জালিয়া পালং ইউপি,থানা উখিয়া,জেলা কক্সবাজার
মোবাইল : ০১৮১১-২৭৭৩৯২
জাহাঙ্গীর আলম
মোবাইল: ০১৮১২-৬৮৬২০৮
পাঠকের মতামত