প্রকাশিত: ২৯/০৮/২০১৭ ৭:০৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৬ পিএম

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার::
কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের লম্বুরবিল ও ধোয়াপালং এলাকায় বনবিভাগ অভিযান চালিয়ে একটি অবৈধ স’মিল উচ্ছেদ ও বোট তৈরির জন্য মজুদ করা বিপুল পরিমাণ গর্জন চিরাই তক্তা জব্দ করেছে। এসময় স’মিলের যন্ত্রাংশও জব্দ করা হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আলী কবিরের নের্তৃত্বে দিন ব্যাপী এ অভিযান চালানো হয়।

বনবিভাগ সুত্রে জানা গেছে, স্থানীয় কিছু প্রভাবশালী চক্র অবৈধভাবে স’মিল স্থাপন করে বনাঞ্চলের চোরাই কাঠ ছিরাই করে পাচার ও চিরাই গর্জন কাঠ দিয়ে অবৈধভাবে বোট তৈরি করে আসছিল।

উখিয়া ইনানী রেঞ্জ কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবিরের নের্তৃত্বে রোববার দুপুরে উখিয়া উপজেলার ধোয়াপালং এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত একটি স’মিল উচ্ছেদ ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এছাড়াও জালিয়াপালং ইউনিয়নের লম্বুরবিল কবরস্থানের পাশে অবৈধ ভাবে বোট নির্মাণের জন্য মজুদকৃত বিভিন্ন সাইজের ৫৬ টিা লম্বা গর্জন তক্তা জব্দ করা হয়। এসময় অভিযানে অংশ নেন সহকারী বনসংরক্ষক আবদুল হাই, রেঞ্জ কর্মকর্তা সহ বনবিট কর্মচারীরা।

বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবির জানান, জব্দকৃত চিরাই লম্বা তক্তাগুলো অবৈধ ভাবে বোট তৈরির জন্য মজুদ করেছিল। চোরাই তক্তার মুল্য আনুমানিক অর্ধলাখ টাকা। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

পাঠকের মতামত

রামুতে ইয়াবাসহ আটক ২

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সদস্যরা রামুতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ...