প্রকাশিত: ২৩/০৪/২০২১ ৫:৪৭ পিএম

আবদুল্লাহ আল আজিজ::
উখিয়া থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

২৩ এপ্রিল (শুক্রবার) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে ৭ হাজার ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪০ হাজার ৫শ টাকা উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

আটককৃত নারী মাদক কারবারি হলেন, রাজাপালং ইউনিয়নের মুহুরীপাড়া এলাকার জালাল উদ্দিনের স্ত্রী তাহমিনা আক্তার।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযানে গেলে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে আটক করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

পাঠকের মতামত

জুলাই যোদ্ধার স্বীকৃতি পাচ্ছে কক্সবাজারে নিহত হওয়া রোহিঙ্গা কিশোর

আওয়ামী লীগ স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে কক্সবাজারে নিহত রোহিঙ্গা কিশোর নূর মোস্তফাকে ‘জুলাই শহীদ’ হিসেবে স্বীকৃতি ...

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...