প্রেস বিজ্ঞপ্তি::
বাংলাদেশ কৃষকলীগ উখিয়া উপজেলা শাখার ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে এক জরুরী বর্ধিত সভা ১২ আগষ্ট বিকাল ৫ টায় কোটবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক মোক্তার হোসেনের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উপজেলা সভাপতি সুলতান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক মাহবুব উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছৈয়দ ইলিয়াছ কাঞ্চন, উপজেলা কৃষকলীগের সিঃ সহ-সভাপতি দিনেশ বড়–য়া, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ হোছাইন, সহ-আইন বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শ.ম.গফুর, রতœাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাসেদ নুর প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা কায়সার হামিদ মানিক, রশিদ আহমদ, দিল মোহাম্মদ, সংবাদকর্মী আজিজুল হক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় নব-মনোনীত উখিয়া উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছৈয়দ ইলিয়াছ কাঞ্চন ও উপজেলা কৃষকলীগের নব-নিযুক্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়। সভায় ১৫ আগষ্ট পালনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং আগামী ২৩ আগষ্ট উখিয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে কোটবাজার চৌধুরীর মার্কেট হল মিলনায়তনে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট পালন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজারে আগমন করবেন। এই দিন ...
পাঠকের মতামত