প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৬:০৩ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী স্টেশনে একরাতে ১৪ দোকান চুরি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার ভোর রাতে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, থাইংখালী ষ্টেশনের ব্যবসায়ীরা সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। সংঘটিত চুরির দোকানের মালিকরা হলেন, আবুল বশর, আবুল মনজুর, হারুন, দিলদার মিয়া, নুরুল আলম, আবদুল হাকিম, মোহাম্মদ আলম, মোজাহের মিয়া, আবদুর রহমান, নুরুল আলম। ব্যবসায়ীরা জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে তালা ভেঙ্গে এই চুরির ঘটনা ঘটেছে। তারা জানান, ব্যবসায়ীদের নগদ টাকা সহ চোরের দল ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ব্যাপারে উখিয়া থানার ওসির সরকারি মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ চাচি শাশুড়িকে মা বানিয়ে বাংলাদেশি হতে চান রোহিঙ্গা যুবক!

রোহিঙ্গা যুবক সাহাব উদ্দিন (২৪) বিয়ে করেছেন বাংলাদেশি নারী খুরশিদা আক্তারকে। তাদের ঘরে জন্ম নিয়েছে ...

সেন্ট মার্টিনে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে সরকার

সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অংশ হিসেবে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ গ্রহণ ...