প্রকাশিত: ১২/১২/২০১৬ ৮:৫৬ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ার রতœা পালং এলাকায় মাদক দ্রব্য অধিদপ্তর অভিযান চালিয়ে ২৭পিস ইয়াবাসহ ৫জনকে আটক করতে সক্ষম হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন। সোমবার দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিনের আদালতে হাজির করা হলে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। রতœাপালং ইউনিয়নের মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মুরশেদ আলম চৌধুরী (৪০)কে ১ বছরের সাজা। বাকী ৪জনকে জনপ্রতি ৩মাস করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আটক কৃতরা হলেন, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং এলাকার মোঃ ফেরদৌসের ছেলে আবুল কালাম, রাজাপালং ইউনিয়নের জাদিমুরা এলাকার আলী আহামদের ছেলে জাহেদ আলম, রামু খুনিয়াপালং এলাকার আব্দুল গফুরের ছেলে আক্তার কামাল ও রতœাপালং ইউনিয়নের গয়াল মারা এলাকার আবুল কাশেমের ছেলে আবু ছিদ্দিক।

মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা তপন কান্তি শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রতœা পালং এলকায় মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে মুরশেদ আলম চৌধুরীর বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৭পিস ইয়াবাসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়। উখিয়া থানা ওসি আবুল খায়ের এবিষয়ের সত্যতা স্বীকার করেন। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন উখিয়ায় মাদক র্নিমুলে সর্বদা অভিযান পরিচালনা করবেন বলে ঘোষনা দেন।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...